রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৪:২১ পিএম

এক পিস লেবুর দাম ২০ টাকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৪:২১ পিএম

এক পিস লেবুর দাম ২০ টাকা

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান ঘিরে নওগাঁর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে এই জেলার বিভিন্ন বাজারে লেবু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা হালি দরে। একই সঙ্গে মুরগি, মাছ, মাংসসহ বেড়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। এছাড়া বাজারে নেই কোনো বোতলজাত সয়াবিন তেল। দু-এক দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে।    

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ সদর পৌর বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর বাজারে ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। এছাড়া খোলা চিনি ১২০ টাকা, খোলা সয়াবিন তেল এক লিটার ১৮০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, আদা ১০০ টাকা, আলু ২০-২৫ টাকা, মুড়ি ৮৫-৯০ টাকা এবং বিভিন্ন খেজুর ২১০ থেকে এক হাজারের অধিক দামে বিক্রি হচ্ছে।

তবে বাজার ঘুরে তেমন দেখা পাওয়া যায়নি বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো খুবই কম তেল দিচ্ছে। বলা যায়, সরবরাহ বন্ধ। কী কারণে তেল দিচ্ছে না একমাত্র কোম্পানির লোকজনই বলতে পারবেন। তবে দু-একটি দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৮০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না কোনো পণ্য।

অন্যদিকে সাদা ডিম ৩৬ টাকা ও লাল ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা বলছেন, ডিমের বাজার হালিতে ২ হতে ৪ টাকা কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর আগে ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। সোনালী মুরগি ২৮০ টাকা যা ছিল ২৭০ টাকা। গরুর মাংস ৭০০ টাকা থেকে বেড়ে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর আমদানি কম থাকায় কেজিতে ৫০ টাকা মাংসের দাম বেড়েছে বলে জানান মাংস বিক্রেতা। বাজারে বড় ইলিশ ১৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই, কাতলা, সিলভারকাপ, পাঙ্গাস মাছ কেজিতে ২০-৫০ টাকা কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

এদিকে সপ্তাহ খানেক আগে যে লেবু রকম ভেদে ১৫- ৪০ টাকা হালি দরে বিক্রি হয়েছে। সেই লেবু আজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা হালিতে। এছাড়া প্রতি কেজি গাজর ২০-২৫ টাকা, শিম ২৫-৩০ টাকা, বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে ৫০-৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা যা কেজিতে ১০ টাকা বাড়তি। করলা ১০০ টাকা, পটল ১৬০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা ফালি, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা হাবিবুর রহমান বলেন, বাজারে কিছু কিছু পণ্যের দাম আগের মতোই আছে। তবে বেশির ভাগ পণ্যই ৫-১০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা বলেন,‘হাতেগণা দু-একটা সবজির দাম বেড়েছে। তবে অস্বাভাবিক যে বাড়া, সেটি নয়। অনেক সবজির মৌসুম শেষ হয়ে যাচ্ছে, যার কারণে এসব সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী।’ 

আরবি/এসএমএ

Link copied!