গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৮:১৪ পিএম

গ্যাস সংকটে  ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ছবি: সংগৃহীত

গ্যাসের সংকটে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন। শনিবার (১ মার্চ) রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমিকদের সভা-সমাবেশ ও দাবির পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর কারখানায় গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ। তবে গ্যাসের চাপ নির্ধারিত মাত্রায় না থাকা এবং কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন শুরু হয় গত ২৩ জানুয়ারি। এর এক মাস পার না পেরোতেই ফের গ্যাস সরবরাহ বন্ধ করা হলো।

বছরের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন দিন লোকসানের মুখে পড়তে হচ্ছে প্রিলড ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি। এর আগে, গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ ছিল।

কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত এক হাজার ১০০ টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বিজিডিসিএল কর্তৃপক্ষ। ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ. বি. মাহমুদ জানান, ‘গ্যাস ছাড়া সার উৎপাদন করা যায় না। ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কবে নাগাদ উৎপাদন চালু হবে—তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।’

এদিকে, বিজিডিসিএলের উপ-মহাব্যবস্থাক প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, ‘সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে—সেটিও সরকারি সিদ্ধান্ত। চলতি মৌসুমে কারখানাটিতে গ্যাস সংযোগ নাও দেওয়া হতে পার।’

আরবি/এসএমএ

Link copied!