মাদারীপুরে কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নৌ-পথে ডাকাতির সময় গণপিটুনিতে নিখোঁজ হওয়া কোনো ডাকাতের বলে ধারণা করছে পুলিশ। রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তার নাম ঠিকানা এখনো জানা যায়নি।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান বলেন, আমরা ধারণা করছি ডাকাতির ঘটনায় তিনি মারা গেছেন। নৌ-পথে ডাকাতি করতে এসে হয়তো গণপিটুনির শিকার হয়ে এ ঘটনাটি ঘটেছে।
গত শুক্রবার রাতে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন তিন ডাকাত সদস্য। এ সময় ডাকাতরা গুলি ছুড়লে স্থানীয় আটজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা ট্রলার নিয়ে ধাওয়া করে গণপিটুনি দিলে আহত হন সাত ডাকাত। এসব ডাকাতে মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস ও পাশের শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়ার সীমান্তবর্তী এলাকায়।