দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় থানার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম মোসা. বৃষ্টি আক্তার। তিনি ওই এলাকার সৌদী প্রবাসী সেলিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে গাজীপুরের কাপাসিয়া উপজেরার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের মো. সেলিম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর সেলিম সৌদি আরবে চলে গেলে ওই বাড়িতেই থাকতেন তার স্ত্রী বৃষ্টি। রোববার দুপুরে বৃষ্টি আক্তারকে ছুরিকাঘাত করে তার দেবর ইলিয়াস মিয়া। এতে বৃষ্টি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ওই হাসপাতালে নেওয়ার পথে বৃষ্টি আক্তার মৃত্যুবরণ করেন।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘাতক দেবর ইলিয়াস বেকার ও মাদকাসক্ত। মাঝে মধ্যে প্রবাসী সেলিমের কাছে টাকা পয়সা দাবি করতেন ইলিয়াস। দুপুরে ইলিয়াসের মা টয়লেটে ও বাবা নামাজে থাকা অবস্থায় হঠাৎ বৃষ্টিকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় ইলিয়াস। পরে বৃষ্টিকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।