পিরোজপুর জেলা জজ আদালতের সামনের রাস্তা থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রবিবার দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের উপর হামলা করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গ্রেপ্তারকৃতরা হল-জেলার ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জিপি এম মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।
এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। গতবছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন
থানায় মামলা দায়ের হয়। ওই সকল মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেপ্তারকৃতরা।
রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী ১০-০৩-২০২৫ তারিখ ধার্য করে। আসামিদের উপস্থিতি টের পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। আসামিরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে আলাউদ্দিন খান একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্য ৪ জনকে অন্য একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :