ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ঔষধ ও সানগ্লাস জব্দ করল বিজিবি 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৫৫ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী পূর্ব গোবরাকুড়া নামকস্থান থেকে ১ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা বাংলাদেশি মুদ্রায় ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (২ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ হালুয়াঘাট উপজেলার আইলাতলী বিওপির একটি টহলদল রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ৪৮ হাজার ৬শত ৯০ পিস ঔষধ ও ৫ হাজার ৬ শত পিস সানগ্লাস জব্দ করতর করতে সক্ষম হয় তারা। 

এর আগে টহলরত বিজিবি সদস্যেদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল আইলাতলী বিওপি ক্যাম্পে নিয়ে আসেন টহলরত বিজিবি সদস্যরা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, ময়মনসিংহ ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।