সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মো. চাঁদ মিয়ার সাথে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) রাতে সরিষাবাড়ী থানায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. লাল মিয়া, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ফরহাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. শরিফুজ্জামান (সুইট), সেচ্ছাসেবক দলের সভাপতি মো. লিটন তালুকদার, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান সোহাগ, উপজেলা স্বাস্থ্য সহকারী মো. মানিক মিয়া, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপুল সরকার, যুবনেতা মো. মিন্টু মিয়া প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি মো. চাঁদ মিয়া বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সকল অপরাধ দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। জন নিরাপত্তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
বিশেষ করে রমজান মাসে তারাবি নামাজের সময় সবাইকে একটু সচেতন থাকতে হবে এই সময়টাতে চুরির প্রবণতা একটু বেশি।
আপনার মতামত লিখুন :