ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫

ট্রাকচাপায় রিকশাচালক নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৩:০৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় ট্রাকচাপায় রিকশাচালক মিরাজুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। নিহত মিরাজুল ইসলাম উপজেলার গঁয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে। 

সোমবার (৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুতগতির একটি ট্রাক মাঝিড়া বন্দরে রিকশাকে ধাক্কা দেয়। এতে চালক মিরাজুল রাস্তায় ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে রূপালী বাংলাদেশকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক এবং হেলপার পালিয়ে গেছে।