কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে (আজ) সোমবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মো: মনির হোসেন(৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জেলার রামগতি থেকে পিয়ারপুর সবজির পাইকারি বাজারে পিকআপ নিয়ে যাচ্ছিলেন তিনি। নিহত মনির হোসেন রামগতি পৌরসভার সবুজ গ্রামের ছেনী বাড়ির খোরশেদ বেপারীর ছেলে ও আলেকজান্ডার বাজারের সবজি ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সবজি ব্যবসায়ী মনির হোসেন ভোর ৫ টার দিকে একটি পিকআপ গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের পিয়ারাপুর সবজির পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পিকআপটি দ্রুত বেগে এসে হাজিরহাট বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর পিকআপ ড্রাইভার পালিয়ে যায়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুল ইসলাম জানান, ব্যবসায়ী মনির পিকআপের ড্রাইভারের পাশেই বসা ছিলেন।সেই পিকআপটি দ্রুত বেগে এসে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।