শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তারবগুড়ার শেরপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাতে পৃথক দুই অভিযানে তাদের আটক করে আদালতে পাঠানো হয়। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (৫৯) ও গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম কিরণ (৪৬)। সাইফুল খন্দকারটোলা এলাকায় ও কিরণ ইউনিয়নের ফুলবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে আটক হন।
গত ২ নভেম্বর দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ধুনট রোড পৌঁছালে হামলার শিকার হয়। এতে আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।