তুরস্কে যাওয়া হলো না, লাশ উজবিকিস্তানে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৮:২৩ পিএম

তুরস্কে যাওয়া হলো না, লাশ উজবিকিস্তানে

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কবির হোসেন‍‍`র (৪২) তুরস্ক যাওয়ার স্বপ্ন স্বপ্নই র‍য়ে গেল। দালালের খপ্পরে পড়ে উজবিকিস্তানেই তার প্রাণ গেল।  বিগত আট মাস আগে কবিরকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ থেকে তুরস্ক যাওয়ার কথা বলে নিয়ে যায় পরিচিত আদম ব্যবসায়ীরা। সোমবার (৩ মার্চ) দুপুরে নিহতের স্ত্রী কোহিনূর বেগম(৩৪) বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন।

সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে কবির হোসেন।

নিহতের স্ত্রী কোহিনূর বেগম অভিযোগে বলেন, আমার স্বামী দেশে ছোট খাটো ব্যবসা করতো। কিন্তু ব্যবসা ভালো যাচ্ছিলো না। এ কারণে সংসারের সুখ সচ্ছলতা ফেরাতে সে তুরস্ক যাওয়ার স্বপ্ন দেখে। তখন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর কাইজ এলাকার জাহিদ(৪৫) ও তার বন্ধু কালাম মান্নান (৫৫), পিতা-অজ্ঞাত, সাং ৬ নং পুরানা-পল্টন, ৫ম তালা, (বিকে ইন্টার ন্যাশনাল লিবার্টি ট্রেডিং কর্পোরেশন লি. লাইসেন্স নং-১৭০০) দুই আদম ব্যবসায়ী তার স্বামীকে ৮ লাখ টাকার বিনিময়ে তুরস্ক নেয়ার কথা বলে বিগত আট মাস আগে  উজবিকিস্তান নিয়ে ছেড়ে দেয়। সেখানে মাসের পর মাস কোনো খোঁজ-খবর না নিয়ে ফেলে রাখে এবং তুরস্ক নেয়ার কথা বললে নানাভাবে টালবাহানা করেন। পরবর্তীতে একটি ফোন কলের মাধ্যমে তার অবস্থা অনেক খারাপ বলে পরিবারকে জানায়।  

স্ত্রী কোহিনূর বেগম আরও জানান, দালালদের আমার স্বামীর অবস্থার কথা জানানো হলে, তারা  আমার স্বামীকে ফেরানোর কথা বলে, পুনরায় ৮০ হাজার টাকা নেয়।

এদিকে গত ১৩ জানুয়ারি কবির মারা গেছে বলে জানতে পারে স্ত্রীসহ তার পরিবার৷ দালালদের স্বামীর লাশটা ফেরত পাওয়ার জন্য একাধিকবার ফোন করা হলে তারা উল্টো  ক্ষতিপূরণ না দিয়ে বিভিন্নভাবে মামলা ও ভয়ভীতির হুমকি প্রদান করে আসছে, জানাজ নিহেতের পরিবার।  

এ বিষয়ে অভিযুক্ত আদম ব্যবসায়ীদের কাছে ফোন হলে, ফোন কল রিসিভ করে পরিচয় জানার পর মুঠোফোনের কল কেটে বন্ধ করে রাখে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘একদল দালাল চক্র মিথ্যে বলে কবির হোসেনকে বিদেশে পাঠিয়েছে এবং সে ঐ জায়গায় মারা গেছে। নিহতের স্ত্রী বাদী হয়ে নাম উল্লেখ করে ২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে৷’

 

আরবি/জেডি

Link copied!