ময়মনসিংহ মহানগর শাখার অন্তর্ভুক্ত ৫ কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আল মো. রাফসান সামি ও সহ-দপ্তর সম্পাদক ইসফাক আহমাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের অনুমোদন দেয়া কমিটিগুলো হলো, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি এবং ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ্ সায়েন্সেস ছাত্রদল শাখার আংশিক পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ মহানগর শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর রবিনের সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অধীনে ৫ কলেজের কমিটির অনুমোদন দেয়া হলো।
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ছাত্রদলের সভাপতি এফ.এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্ত দেয়া হয়।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়, মো রবিন মোল্লা ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে ঘোষণা করা হয়।
ময়মনসিংহ মহাবিদ্যালয়ে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয় রাব্বা মাহবুব খান আজান ও সাধারণ সম্পাদক করা হয়েছে বায়োজিদ বোস্তামী অন্তরকে।
ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজিক কলেজে ১৮ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মো. মোস্তফাকে ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে ৩৪ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়ছে ইশরাক আজমাইন ফায়েক ও শাহরিয়ার রাতুলকে সাধােণ সম্পাদক ঘোষণা করা হয়।
একই সাথে প্রত্যাক শাখা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্নাঙ্গ করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশণা দেয়া হয়।