ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৩৪ পিএম
নিহত দিলদার আহামদ (বামে) ও অভিযুক্ত আবুল হাশেম (ডানে)

কক্সবাজারের টেকনাফে মুরগির পাওনা ২৫০ টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দিলদার আহামদ (৫০)। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনাটি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার। নিহত দিলদার ওই এলাকার আবদুস সোবহানের ছেলে। 

সোমবার (৩ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিক্রি করা মুরগির বাকি ২৫০ টাকা চাইতে গেলে উলুবনিয়া রাস্তার মাথায় দোকানদার আবুল হাশেমের সঙ্গে কথা কাটাকাটি হয় দিলদারের। এক পর্যায়ে হাশেমের কিলঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়েন দিলদার। 

স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলার পালংখালীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী জলাল আহমদ।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলমান। লাশ সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।