পতাকা বৈঠকে ২ নারীকে ফেরত দিল বিএসএফ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৮:৪৪ এএম

পতাকা বৈঠকে ২ নারীকে ফেরত দিল বিএসএফ

ছবি: রূপালী বাংলাদেশ

অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্ত কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

এরা হলেন-বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইল জেলার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)। 

রোববার রাত সাড়ে ১০টায় মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হস্তান্তরের সময় বিএসএফ সদস্যরা জানিয়েছেন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই দুই নারীকে তারা আটক করে। পরে তাদের বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহবান জানায় বিএসএফ।

জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বিএসএফের কাছ থেকে তাদের গ্রহণ করে বিজিবি। পরে রাতেই ওই দুই নারীকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।

আরবি/জেডআর

Link copied!