নাটোরের লালপুরে বাবার চলন্ত ট্রলির নিচে চাপা পড়ে মুরসালিন নামে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়ায় শিশুটির বাড়ীর সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মুরসালিন কাজীপাড়ার মিন্টু ইসলামের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ও শিশুর পরিবারের সদস্যরা জানান, শিশুটির বাবা পেশায় একজন ট্রলি চালক। রাত ৮ টার দিকে তিনি ট্রলি চালিয়ে বাড়ীর সামনে আসে। এ সময় তার শিশু সন্তান মুরসালিন ট্রলির শব্দ শুনে দৌড় দিয়ে বাড়ীর সামনে চলে এসে চলন্ত ট্রলির নিচে চাপা পড়ে রক্তাক্ত জখম হয়।
আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শিশু মুরসালিনকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্য সহ স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিশুটির পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয়দের সাথে আলোচনা শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :