হবিগঞ্জে চালক ও যাত্রীর সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:১৫ এএম

হবিগঞ্জে চালক ও যাত্রীর সংঘর্ষে আহত ৫

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লাবাজারে  টমটম (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক ও যাত্রী দু‍‍`পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৫ জন লোক আহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) ইফতার পূর্বে মুহুর্তে এ ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজার সিংহ গ্রাম রোড টমটম স্ট্যান্ডে টমটম চালক সিংহ গ্রাম দাইরলের জলাই মিয়ার ছেলে মিলন মিয়া ও সিংহ গ্রাম মাইজ হাটির মৃত মো. শামসুদ্দিন তালুকদারের ছেলে তৌহিদ তালুকদারে মধ্যে টমটম স্ট্যান্ডে কথা কাটাকাটি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে উভয়পক্ষে আহত হয় ৫ জন। পুলিশ আসার পূর্বেই স্থানীয় লোকজন দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, এ ঘটনার পর থেকে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষ হওয়ার সম্ববনা রয়েছে।


 

আরবি/জেডআর

Link copied!