মানিকগঞ্জে গরু চোরের ট্রাকের চাপায় নিহত ১

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০১:০৮ পিএম

মানিকগঞ্জে গরু চোরের ট্রাকের চাপায় নিহত ১

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঘড়িয়া গ্রামের মো. জিয়াউর রহমান জিয়ার বাড়ি থেকে গভীর রাতে তিনটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। এ সময় চোরদের ব্যবহৃত একটি ট্রাকের চাপা পড়ে একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে মানিকগঞ্জ-দৌলতপুর আঞ্চলিক সড়কে সাটুরিয়া উপজেলার আকাশী গ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমান জিয়ার বাড়ী থেকে গভীর রাতে তিনটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায় গরু চোরের দল। অপর দিকে সাটুরিয়া উপজেলার আকাশী গ্রাম তার শশুর বাড়ীর লোকজন কে মোবাইল ফোনের মাধ্যমে খবর দেয়। খবর পেয়ে তার শশুর বাড়ীর লোকজন মানিকগঞ্জ-

দৌলতপুর আঞ্চলিক সড়ক বাশ দিয়ে বেরিকেট দিয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করেন। এ সময় গরু চোরদের ব্যবহৃত ঘাতক ট্রাক চালক ট্রাকটি না থামিয়ে তাদের উপর দিয়ে ট্রাক চালিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চাপায় ও বাশের আঘাতে সবু মিয়া নামে এক জন গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরবি/জেডআর

Link copied!