টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রমবিষয়ক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০১:৫৯ পিএম

টাঙ্গাইলে গ্রাম আদালত কার্যক্রমবিষয়ক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে জেলা পর্যায়ে ‘গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসন টাঙ্গাইল ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  ওই  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক মো. শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিস্ট্রিক্ট ম্যানেজার ও জেলার সব উপজেলা সমন্বয়কারীগণ।

সভায়, জেলা পর্যায়ে ২০২৪-২৫ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জসমূহ এবং শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনা এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা, গ্রাম আদালতের সুবিধাভোগীর ভিডিও উপস্থাপন, গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ, উপজেলাভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় অগ্রগতি, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং করণীয় বিষয়ে আলোচনা, উন্মুক্ত আলোচনা: ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সমস্যাসমূহ এবং সমস্যা সমাধানে প্রস্তাবিত প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আরবি/জেডআর

Link copied!