টাংগাইলে ধনবাড়ী পৌর শহরের নল্যা বাজারে ঢাকা থেকে আসা জামালপুরগামী যাত্রীবাহী বাস ও জামালপুর থেকে মধুপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক বিল্লাল (৩৮) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৪ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সিএনজি চালকের নাম বিল্লাল (৩৮), পিতা জাহেদ আলী, গ্রাম চাকথহ সরদার বাড়ী, পোস্ট -থানা মেলান্দহ , জেলা জামালপুর।
এ ছাড়া আহত যাত্রীদের নাম মিস্টার (৪৫) , পিতা রুস্তম আলী, গ্রাম শাহজাদপুর, উপজেলা মেলান্দহ , জেলা জামালপুর, শুক্কুর আলী (৫২), পিতা সিফার ,গ্রাম শাহজাদপুর, উপজেলা মেলান্দহ , জেলা জামালপুর । আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই অবস্থায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর ঘাতক বাসচালক ও হেলপার পালিয়ে যায়। পরে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বাসটিকে থানা নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি . শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।