রূপগঞ্জের তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. অনিক (২২) হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বন্ধর্বপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার মামলার আসামি। গ্রেপ্তার মো. অনিক ওই এলাকার শুকুমুদ্দিন মিয়ার ছেলে ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত জুলাই-আগষ্টে “বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে” রূপগঞ্জ থানা এলাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর গ্রেফতারকৃত আসামি অনিক ও তার সহযোগীরা মারাত্মক অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ঝাপিয়ে পড়ে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা শান্তিপূর্ণ ভাবে চলামান আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করে ছাত্র জনতাকে গুরুতর জখম, ক্ষতি সাধনসহ বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।
র্যাব আরও জানায়, এই নাশকতা মামলার পলাকত আসামি মো. অনিক (২২) কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) রাতে রূপগঞ্জ থানাধীন বন্ধর্বপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অনিক মামলার এজাহারনামীয় আসামি ও তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
আপনার মতামত লিখুন :