হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে চালক ও যাত্রীর দুই পক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে ২ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানাগেছে।
মঙ্গলবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার সিংহগ্রাম এলাকায় এ সংঘর্ষ হয়।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহতদের মধ্যে ২জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(৩মার্চ) ইফতার পূর্বে মুহুর্তে উপজেলার বুল্লা বাজার টু সিংহ গ্রাম আঞ্চলিক সড়ক অংশের বুল্লাবাজার টমটম স্ট্যান্ডে সিংহগ্রাম দাইরল এলাকার জলাই মিয়ার ছেলে টমটম চালক মিলন মিয়ার টমটমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠেন সিংহগ্রাম মাইজহাটির মৃত সামছুদ্দিন তালুকদার এর পুত্র তৌহিদ মিয়া তালুকদার।
টমটমে তৌহিদ তালুকদার সহ ৬ জন যাত্রী থাকায় টমটম চালক টমটম ছাড়তে বলেন যাত্রী তৌহিদ তালুকদার, এ সময় ওই টমটম চালক ৮ জন যাত্রী না হলে গাড়ি ছাড়বেনা বলে জানান ওই যাত্রীকে। পরবর্তীতে যাত্রী তৌহিদ তালুকদার ওই চালকের টমটম থেকে নেমে পড়লে, টমটম চালক মিলন মিয়া টমটম একটু সামনে নেওয়া চেষ্টা করলে এমন সময় টমটমটি তৌহিদ তালুকদারের শরিরে স্পর্স লাগে।
এমন সময় যাত্রী তৌহিদ তালুকদার ও চালক মিলন মিয়ার মধ্যে বাকবিতন্ড হয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পবর্তীতে মিলন মিয়ার শশুর আলামিন মিয়া ও তৌহিদ তালুকদারের পক্ষের লোকদের মধ্যে দেশীয় অস্ত্র(বাঁশ/লাঠি) নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়।
এসময় পুলিশ আসার পূর্বেই স্থানীয় লোকজন দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এরই জের ধরে আজ সকাল সাড়ে ৭টায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ফের দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।স্থানীয়রা দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মিলন মিয়া, আল-আমীন মিয়াগং ও তৌহিদ তালুকদারগং এর মধ্যে এ সংঘর্ষ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে, এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে । সংঘর্ষের ঘটনায় দুজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে এসেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।