ঢাকা বুধবার, ০৫ মার্চ, ২০২৫

বরিশালে যুবদল কর্মী হত্যায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, দফায় দফায় অগ্নিসংযোগ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৮:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বরিশালে যুবদল নেতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন সরদার ওরফে সোনা শাহিনের ঘরে আবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে নগরীর ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহিন সরদার ওরফে সোনা শাহিনের ঘরে লাগা আগুন সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার তথ্য দেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন। 

তিনি বলেন, ‘অতি উৎসাহী না বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে তদন্ত না করে নিশ্চিতভাবে বলতে পারছি না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য স্থানীয় জনতার কাছে সহায়তা চাওয়া হয়েছে।’

এর আগে রোববার রাতে কাউনিয়া হাউজিং এলাকায় ‘আধিপত্য বিস্তার’ নিয়ে নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া কুপিয়ে জখম করা হয় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গাজীকে। 

এ ঘটনার জন্য ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ এনে রোববার রাতেই তার ঘরে আগুন দেওয়া হয়।

সোমবার সুরুজ হত্যার ঘটনায় মহানগর পুলিশের কাউনিয়া থানায় নিহতের ভাই শাহীন গাজী মামলা করেছেন। এতে শাহীনসহ ৭ জনের নাম দিয়ে এবং পরিচয় ছাড়া আটজনকে আসামি করা হয়।

এদিকে বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদল কর্মী সুরুজ গাজী (৩০) হত্যার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সরদার ওরফে সোনা শাহিনকে বহিষ্কার করা হয়েছে। তিনি ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। 

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্যসচিব খান মো. আনোয়ার হোসেন আজ মঙ্গলবার বিজ্ঞপ্তিতে শাহিন সরদারকে বহিষ্কার করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসির নাজমুল নিশাত জানান, নিহতের বড় ভাই শাহীন গাজী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।