চট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দের জেরে ৩ জনকে ছুরিকাঘাত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৮:৪০ পিএম

চট্টগ্রামে ব্যবসায়িক দ্বন্দের জেরে ৩ জনকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে কেসিদে সড়কের মোহসেন আউলিয়া ট্রান্সপোর্টের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন-আজাদ, সাগর ও সাইফুল। তারা সবাই ওই পরিবহন সংস্থার কর্মচারী এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে ছুরি মারামারি হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!