ফেনীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে ১১টি অভিযান চালিয়ে ৪০ জনকে ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রমজান উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বাজার মনিটরিং ও যানজট নিরসনে বিভিন্ন আইনে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সূত্রে জানায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী ফেনী জেলা জুড়ে ১১টি অভিযান পরিচালনা করা হয়। ফেনী পৌরসভা এলাকায় পৌর হকার্স মার্কেট বাজার, মহিপাল কাঁচা বাজার ও অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ অভিযান করা হয়। এছাড়াও সদর উপজেলার ধলিয়া বাজার ও হাজীর বাজারে অভিযান চালানো হয়।
এদিকে সোনাগাজী উপজেলার কাজীরহাট ও মঙ্গলকান্দি, ফুলগাজী বাজার, ছাগলনাইয়া উপজেলা ও দাগনভূঞা উপজেলা বাজারগুলোতে অভিযান চালিয়ে মোট ৪০ জনকে বিভিন্ন আইনে মামলা ও জরিমানা করা হয়।
এসব অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।