ব্যালট বাক্স ছিনতাই, তাঁতীলীগ সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৯:১৫ পিএম

ব্যালট বাক্স ছিনতাই, তাঁতীলীগ সভাপতি গ্রেপ্তার

তাঁতীলীগ নেতা রানা আহাম্মেদ কদ্দুস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছেন গৌরীপুর উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা আহাম্মেদ কদ্দুস। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আব্দুল বারেকের ছেলে। সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার শাহগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল হোসেন। তিনি জানান, আসামিকে মঙ্গলবার (৪মার্চ) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত বছর ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর নির্বাচনী আসনের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে নির্বাচন কেন্দ্রের ভেতরে হামলা, ব্যালট বাক্স ছিনতাই, ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার লুটপাট করে। প্রিজাইডিং অফিসারের নির্দেশে দায়িত্বরত আনসার সদস্য পিসি আজিজুল ইসলাম তার হাতে থাকা শর্টগান (নং-০৪৪৫১) দুই রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করেন।

এ সময় এসআই আমিনুর ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ফলে নির্বাচন কেন্দ্রটির ভোট গ্রহণ বাতিল করা হয়। এ ঘটনায় ওই বছরের ৮ জানুয়ারি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নরোত্তম চন্দ্র রায় মামলা দায়ের করেন। মামলায় সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়।

এছাড়াও রোববার গৌরীপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, মইলাকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক এবং অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হুমায়ুনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরবি/এসএমএ

Link copied!