চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কমসুচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির বিক্ষোপ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিয়াস ব্রিকসের মালিক আকুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও খান ব্রিকস এর মালিক আজিম খান, মা-বাবা ব্রিকস এর মালিক শাজাহান আলী,এনবিএম মালিক নেসার উদ্দিন টুটুল প্রমুখ।