চট্টগ্রাম মহানগর খুলশী থানায় গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (৪ মার্চ) খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সংগঠক ও ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাবেদ সাফায়াত, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল জিয়া, খুলশী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জুনায়েদ বাবুল, মো. তারেকুল ইসলাম ও মো. মোরশেদ আলমের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
খুলশী থানার ওমেন কলেজের মোড়ে আয়োজিত এই ইফতার বিতরণে আওতায় ২০০ শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উদ্যোক্তারা জানান, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
আপনার মতামত লিখুন :