‍‍`বাজারে তেল না থাকলে গোডাউন ও ফ্যাক্টরিতে অভিযান‍‍`

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১১:৫৬ পিএম

‍‍`বাজারে তেল না থাকলে গোডাউন ও ফ্যাক্টরিতে অভিযান‍‍`

ছবি: রূপালী বাংলাদেশ

দাম কমিয়ে সয়াবিন তেল সরবরাহ নিশ্চিত করার আহবান জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আর খুচরা দোকানে নয়-এবার অভিযান চালাবো গোডাউন এবং ফ্যাক্টরিতে।

আপনারা যদি সয়াবিনের দাম কমিয়ে সরবরাহ নিশ্চিত না করেন রাস্ট্র ব্যবস্থা নিবে।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার দুই মাস আগে থেকেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বারবার কথা হয়েছে। আমি আপনারদের অনুরোধ করেছি।

রোজাতে ভোজ্যতেলের জন্য কেউ যাতে কষ্ট না পায়। আপনার আমাদের কোনো কথাই শুনছেন না।

আপনাদের কী মনে হয়, সাধারণ মানুষ কষ্ট পাবে আর রাস্ট্র চুপ করে বসে থাকবে? কখনোই না। আর জরিমানা নয়-এবার সরাসরি সাজা।

মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রামের সার্কিট হাউসে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এই এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

তিনি আরও বলেন, রমজানে বর্তমানে ভোজ্য তেলের উচ্চমূল্য এবং তেল সরবারহ সীমিত করে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং তা আজকেই-এই সভাতেই। যোগ করেন তিনি।

ভোজ্যতেল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমি চাই না রাস্ট্র কোনো কঠিন সিদ্ধান্ত নিক।

সভায় ব্যবসায়ীদের সাথে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটারে ১৬০ টাকা নির্ধারণ করা হয়। এবং তা কার্যকর এবং মনিটরিং করার জন্য জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক চট্টগ্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ছাত্র প্রতিনিধি দল, ভোক্তা প্রতিনিধিদল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ।

আরবি/জেডআর

Link copied!