জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন যখন সারা দেশে ঝিমিয়ে পড়েছিল ঠিক তখন বুকের তাজা রক্ত দিয়ে সে আন্দোলনকে ঝিইয়ে রেখেছিলো চট্টগ্রামের ছাত্র-জনতা।
ছাত্র-জনতার অদম্য সে প্রতিরোধ ভাংতে হায়েনার মতো যারা ঝাঁপিয়ে পড়েছিলো, মামলা হওয়ার পরও তাদের অনেকেই ছিলেন অধরা।
পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে তাদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন ইতোমধ্যে। যারা দেশে আছেন তারা রয়েছেন আত্মগোপনে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গতমাসে ডেভিলহ্যান্টসহ বেশ কয়েকটি সাঁড়াশি অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একমাসেই গ্রেফতার হয় ফ্যাসিবাদের ৭৭৯ দোসর।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অভিযোগে সিএমপি’র ১৬টি থানার মধ্যে ৮টি থানায় ৫৫টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
এরমধ্যে কোতোয়ালী থানায় ১৬টি, সদরঘাট থানায় ২টি, বাকলিয়া থানায় ৪টি, খুলশী থানায় ২টি, চান্দগাঁও থানায় ১০টি, পাঁচলাইশ থানায় ১২টি, ডবলমুরিং থানায় ৮টি এবং হালিশহর থানায় ১টি।
চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন থানাগুলোতে আগস্ট পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় মামলা হয়েছে ৬টি।
বৈষম্য বিরোধী হামলায় করা ৫৫ মামলায় ফ্রেব্রুয়ারি মাসে সিএমপিতে গ্রেফতার ৭৭৯ জন।
এরমধ্যে ১ ফেব্রুয়ারি নগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১৫ জন, ২ ফেব্রুয়ারি ২৮ জন, ৩ ফেব্রুয়ারি ৪২ জন, ৪ ফেব্রুয়ারি ৪৬জন, ৫ ফেব্রুয়ারি ৩৪ জন, ৬ ফেব্রুয়ারি ৪০জন, ৭ ফেব্রুয়ারি ১৬ জন, ৮ ফেব্রুয়ারি ২০জন, ৯ ফেব্রুয়ারি ১৯জন, ১০ ফেব্রুয়ারি ৩০ জন, ১১ ফেব্রুয়ারি ২৮ জন, ১২ ফেব্রুয়ারি ৩০ জন, ১৩ ফেব্রুয়ারি ৪০ জন, ১৪ ফেব্রুয়ারি ১৯ জন, ১৫ ফেব্রুয়ারি ২৩ জন, ১৬ ফেব্রুয়ারি ৪৯ জন, ১৭ ফেব্রুয়ারি ৩২ জন, ১৮ ফেব্রুয়ারি ৪৩ জন, ১৯ ফেব্রুয়ারি ২৯ জন, ২০ ফেব্রুয়ারি ২৫ জন, ২১ ফেব্রুয়ারি ২৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।
২২ ফেব্রুয়ারি ২১ জন, ২৩ ফেব্রুয়ারি ১৯, ২৪ ফেব্রুয়ারি ২৪ জন, ২৫ ফেব্রুয়ারি ৩৪, ২৬ ফেব্রুয়ারি ৪২ জন, ২৭ ফেব্রুয়ারি ৪৫, ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে ৩৬ জন আসামি।
ফ্যাসিবাদি আওয়ামী সরকারের যেসব নেতারা এখনো আত্মগোপনে আছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান হাজারও ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জন হয়েছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহবায়ক রিজাউর রহমান বলেন, ফ্যাসিবাদের যারা দোসর ছিলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
চট্টগ্রাম মহানগরীতে দায়ের হওয়া ৫৫টি মামলায় গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ কমিশনার (ক্রাইম) রইস উদ্দিন বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের গ্রেফতার করতে সক্রিয়ভাবে কাজ করছে নগর পুলিশ।
আপনার মতামত লিখুন :