এবার লালন স্মরণোৎসবে গাঁজা সেবন নিষিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৩:৫৩ পিএম

এবার লালন স্মরণোৎসবে গাঁজা সেবন নিষিদ্ধ

ছবি- রূপালী বাংলাদেশ

লালন স্মরণোৎসবে গাঁজা ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ মাদক সেবন বা বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় নিজ কার্যালয়ে লালন স্মরণোৎসব-২০২৫ উদযাপনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জানা গেছে, বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে লালন মাজারে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন। একই সাথে প্রতিবছর তিন দিনব্যাপী লালন তিরোধান দিবস উদযাপন করা হয়ে থাকে। তবে পবিত্র রমজান মাসের কারণে তিন দিনের পরিবর্তে এবার অনুষ্ঠান হবে মাত্র একদিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই,শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ প্রমুখ।

আরবি/এসএমএ

Link copied!