ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাসের চাপায় ইয়াসিন সিকদার (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহেতের নানা। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। গত মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন সিকদার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন তার নানা মজিদ সিকদারের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিলো। এ দুর্ঘটনায় ইয়াসিন ঘটনাস্থলেই নিহত হলেও তার নানা মজিদ সিকদার গুরুতর আহত হন।
এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বরিশালগামী হাওলাদার নামের লোকাল বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় পথচারী কিশোর ও তার নানাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত অন্যজন গুরুতর আহত হয়।
ওসি জানান, খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতকে প্রথমে গৌরনদী হাসপাতালে ও তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।