ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারীকে ছিনিয়ে নিয়ে গেছে তিন যুবক। বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা শহরের গোবিন্দনগরের ওড়াওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ছিনতাই হওয়া প্রিয় ইসলাম (১৭) ওই এলাকার তোতা মিয়ার ছেলে। ছিনতাইকারীরাও একই এলাকার আরিফ (২৫), রাজা (২৩) ও বিজয় (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদে শহরের গোবিন্দনগর এলাকায় ওড়াও পাড়া এলাকার তোতামিয়ার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার ছেলে প্রিয় ইসলামকে (১৭) মাদকসহ আটক করেন তারা। পরে ওই এলাকার তিন যুবক তাদের উপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় প্রিয়কে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় সিপাহী ফেরদৌস কোবির বাঁধন ও এএসআই আব্দুল হালিম আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকার মৃত মালেক আলীর ছেলে ইমরান আলী (২৩), খুশি আক্তারসহ (১৮) কয়েকজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত ইমরানকে ১০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ফরহাদ আকন্দ বলেন, মাদকসহ প্রিয় ইসলামকে গ্রেপ্তার করি। এ সময় তার ভাড়াটে তিন যুবক আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম।