খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সেই বিএনপি নেতা মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি। দলীয়ভাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে নগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত এক বিবৃতিতে জানানো হয়।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি প্রদান করছে বিএনপি।
মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিডিয়া সেল জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহ্বায়ক করে ১ (এক) সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ মোল্লা সোহাগ কুয়েটের দুজন নির্বাহী প্রকৌশলীকে মোবাইলে হুমকি ও পরদিন একজন নির্বাহী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে পরদিন এলাকাবাসীর পক্ষ থেকে কুয়েট গেটে মানববন্ধনসহ কুয়েট অফিসার্স অ্যাসোসিয়শন ও কর্মচারী কল্যাণ সমিতির সভা ডেকে নিন্দা জানানো হয়।
পাশাপাশি কুয়েট ভিসির কাছে অফিসার্স অ্যাসোসিয়শনের পক্ষ থেকে লিখিত দিয়ে এ ব্যাপারে কুয়েট প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :