পাচার করে বিক্রির জন্য ৬৯৭টি নানা প্রজাতির পাখি শিকার করেছিলেন চট্টগ্রামের তিন শিকারি। এ তথ্য পেয়ে বুধবার (৫ মার্চ) জেলার আনোয়ারা থেকে তাদের আটক করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার হাইলদর ইউনিয়নে ইছামতী গ্রামে ঘটে এ ঘটনা। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– ছৈয়দুল আলম (৫০), মোহাম্মদ ইদ্রিস (৬৫) ও মো. সোহেল (৩০)। তারা সবাই পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের বাসিন্দা।
আনোয়ারা থানার ওসি জানান, ইছামতী নদীর পারের বিলে তিন দিন ধরে তারা নানা প্রজাতির পাখি শিকার করেন আসছিলেন। সকালে সেগুলো পাখিকে জবাই করে। পরে এসব পাখি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তারা।
পুলিশ আরও জানায়, গোপনে এ তথ্য পেয়ে সকাল ১০টার দিকে তাদের আটক করা। এ সময় তাদের কাছ থেকে জবাই করা ৬৯৭টি পাখি। এর মধ্যে ৪২২টি চড়ুই, ১৪০টি বাবুই ও ১৩৫টি শালিক পাখি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি মো. মনির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। এতে গ্রেপ্তার দেখিয়ে তিনজনকেই বুধবার আদালতে পাঠানো হয়।