নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দুই দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আর অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তুলনামূলক সহজ জয় নিয়ে ফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়ারই প্রতিবেশি নিউজিল্যান্ড।
আগামী রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। ফাইনাল নিয়ে স্বভাবতই আগ্রহের কমতি নেই ভারতীয় সমর্থকদের। তাই তো দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের টিকেটে শেষ হয়ে গেছে বিক্রি শুরুর দুই ঘন্টার মধ্যেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব ও সেমিফাইনালের টিকিট আগেই বিক্রি করেছিলো আইসিসি। তবে আগে থেকে ফাইনালের ভেন্যু নিশ্চিত না হওয়ায় ফাইনালের টিকেটে ছাড়েনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
গতকাল (৫ মার্চ) নিউজিল্যান্ডকে ৫০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের পা রাখে ভারত।
ফাইনালের ভেন্যু নিশ্চিত হওয়ার পর ম্যাচের চারদিন আগে টিকিট বিক্রি শুরু করে আইসিসি। মূলত রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনাল নিশ্চিতের পরই রাতে টিকিট বিক্রি শুরু হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। মাত্র ২ ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গেছে তারা জানিয়েছে।
মাত্র ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার দুবাই স্টেডিয়ামে ম্যাচ দেখতে ১ লাখের বেশি আবেদন! এতেই বোঝা যায় ভারতীয় ক্রিকেটর উন্মাদনা কতটা। তবে যারা অনলাইনে টিকিট পাননি বা টিকিট কাটার সুযোগ হয়নি তাদের জন্য আছে সুখরব। সশরীরেই টিকিট কাটার ব্যবস্থা থাকছে তাদের জন্য।
সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন দাম ২৫০ দিরহাম। বাংলাদেশি হিসেবে সেটা ৮২৫৭ টাকা। সর্বোচ্চ সেটা ১৬৫১৪ টাকা।এই সেকশনে আসন ১৫ হাজার। প্রিমিয়াম এন্ড প্যাভিলিয়ন সেকশনে আসন ৫ হাজার। এই গ্যালারির টিকিটের দাম ৫০০ থেকে ১২০০ দিরহাম। বাংলাদেশি ১৬৫১৪ টাকা থেকে ৩৯৬৩৪ টাকা। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের টিকিটের দাম সবচেয়ে বেশি। এই অংশের টিকিটের সর্বনিম্ন দামই ২০০০ দিরহাম (৬৬ হাজার টাকা) । সর্বোচ্চ সেটা প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি।
ভারত ও নিউজিল্যান্ড উভয় দলই এর আগে জিতেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০২ সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ও ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে জিতেছিলো ভারত। অন্যদিকে ২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে জিতেছিলো নিউজিল্যান্ড।
আপনার মতামত লিখুন :