রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশ

চাল লুটের অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

মো. জামাল হোসেন, বেনাপোল

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৮:২৩ এএম

চাল লুটের অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এর বিএনপি‘র প্রাথমিক সদস্যসহ সব ধরনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। 

বুধবার (৫ মার্চ) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এর আগে ‘ বিএনপি নেতার বিরুদ্ধে ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ’ শিরোনামে ৫ মার্চ রূপালী বাংলাদেশ এ সংবাদ প্রকাশ হয়।

বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, জেলা কমিটির চিঠিটি পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস এর

প্রাথমিক সদস্য পদসহ যাবতীয় দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযোগে জানা যায়, যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বুধবার সকালে বাগআঁচড়া খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলিতে করে পাঠানো হচ্ছিল কায়বা ১. ২ ও ৩ নং ওয়ার্ড এর খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজাহান কবিরের দোকানে।

পথিমধ্যে বাগআঁচড়া বকুল তলা পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাড় করিয়ে ড্রাইভারকে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। পরে তিনি কেন চাল নামিয়ে নিলেন সে বিষয়ে কুদ্দুসকে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালাগাল করেন এবং হুমকি দেন।

খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা সেখানে গেলে ইবাদুল ইসলাম কালু জানায় তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই চাল আটকিয়ে রেখেছেন। 

বিষয়টি প্রশাসনের উচ্চমহল ও দলীয় নেতৃবৃন্দের কাছে খবর যাওয়ার পর পরই দুপুরের দিকে চালের ট্রলি ও চাল ছেড়ে দেওয়া হয়।

এদিকে রূপালী বাংলাদেশসহ বিভিন্ন পত্র পত্রিকায় চাল লুটের ঘটনা প্রকাশ হলে বিএনপির জেলা নেতৃবৃন্দ দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় এলাকার দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। 

আরবি/জেডআর

Link copied!