ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন চলন্ত বাসে আগুন লেগেছে। বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়।
আপনার মতামত লিখুন :