গাজীপুরে ঝুট গোডাউনে আগুন: কোটি টাকার উপরে ক্ষতি 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:০৯ পিএম

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন: কোটি টাকার উপরে ক্ষতি 

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া পুরাতন চায়না মার্কেটে ঝুটের  গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিজস্ব হয়ে পড়েছেন গোডাউন মালিকরা।

বুধবার (৫ মার্চ) রাত পৌনে দশটার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস  ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আমবাগ পুরাতন চায়না মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১০ কোটি টাকার মালামাল।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার ৫ মার্চ রাত পৌনে দশটার সময় কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া পুরাতন চায়না মার্কেটে কামরুল এর ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা ১৫টি ঝুটের গোডাউন, ৬টি দোকান, ৮টি বাসার কক্ষ ও ১টি মিনি গার্মেন্টস ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করো। তারা আগুন নিভাতে ব্যর্থ হলে  ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঝুট গোডাউনের মালিক ইউসুফ বলেন, আমি বাসায় আছিলাম হঠাৎ শুনি গোডাউনে আগুন লাগছে। আইসা দেহি আমার গোডাউনেও আগুন দাউদাউ কইরা জ্বলতাছে।

তিনি বলেন, আমার প্রায় ২৮ লাখ টাকার মালামাল ছিলো। সব পইড়া কয়লা হইয়া গেছে। সামনে ঈদ কেমনে চলমু আল্লাহ জানে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত-নিহতের খবর পাওয়া যায়নি। 

অপরদিকে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বললেও মার্কেট মালিক আনোয়ার পারভেজ বলছেন ভিন্ন কথা। তার দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে চায়না মার্কেটের গোডাউন গুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!