ভোলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও গত তিনদিনেও মামলার আসামিদের আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা।
মানববন্ধন শেষে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ভোলা জেলা প্রতিনিধি আল-আমিন শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ও ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি শিমুল চৌধুরী, গাজী টিভির জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, ভোলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, অ্যাড. রিয়াজ হোসেন প্রমূখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন আহত হন।
তারা বর্তমানে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার (৪মার্চ) সকাল ৯ ঘটিকায় ভোলা শহরের শীশ মহল গলি সংলগ্ন খালপাড় রোডে সাংবাদিকদের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিক বিজয় বাইন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পর শহরের আগারপোল এলাকার বাসিন্দা মো. কালীমুল্লাহ ও তার ভাই মো. হাবিবুল্লাহ খোকনের নেতৃত্বে তার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। খবর পেয়ে দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে বসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে কালিমুল্লাহকে প্রধান আসামি করে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন- হাবিবুল্লাহ খোকন, কামাল হোসেন ও শাকিল।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :