ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

কোটচাঁদপুর রেললাইনের পাশে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:১৫ পিএম
ছবিঃ সংগৃহিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের(৩০) মরদেহ পাওয়া গেছে। বুধবার (৫ মার্চ) রাতে কোনো এক সময় ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের ধাক্কায় এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর ও কালীগঞ্জ থানা পুলিশের দুটি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপাড়া গ্রামে মাঠের ভেতরে রেললাইনের পাশেই পড়ে ছিল মরদেহটি। ওই যুবকের গায়ে ছিলো আকাশি রঙের টিশার্ট, পরনে ছিলো ডোরাকাটা লুঙ্গি, পায়ে ছিল স্যান্ডেল। মৃতের শরীর ও মাথার বেশ কয়েকটি জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তবে কোথাও কোনো রক্তের দেখা মেলেনি বলে জানিয়েছে স্থানীয়রা।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি যদিও রেলের, তারপরও কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর ব্যবস্থা যা নেবার রেলের জিআরপি পুলিশ নেবে।

যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক মনিতোষ কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহটি দেখে মনে হচ্ছে উনি গাড়ির যাত্রী ছিলেন না। উনি হয়তোবা লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে তখন মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।