ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

কসবায় ৫৪ মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন প্রতিযোগিতা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:৫২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫৪ মাদ্রাসার শতাধিক বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে আয়োজিত হয়েছে তিন দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬মার্চ) সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি যা চলবে ৮ মার্চ পর্যন্ত।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া বিনাউটি ইনসানিয়াত র্স্পোটিং ক্লাবের উদ্যোগে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিনাউটি গ্রামের দুই শতাধিক প্রবাসীর আর্থিক সহায়তা পালিত হচ্ছে এ কার্যক্রম এমনটিই জানিয়েছেন সংগঠনটির নেতারা।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হওয়া প্রথম শিক্ষার্থী পাবে ২০হাজার টাকা, দ্বিতীয় শিক্ষার্থী পাবে ১২ হাজার টাকা, তৃতীয় স্থীন অর্জনকারী প্রতিযোগী পাবে ৬ হাজার টাকা এবং ২০ জন পুরষ্কার ও ক্রেস্ট পাবে।

সংগঠনটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক মো. জুনাইদ হোসাইন বলেন, প্রবাসী ভাইদের আর্থিক সহায়তার মাধ্যমে আমরা এ আয়োজনটি করেছি ও বিগত দিনেও সংগঠনের সদস্যদের সহায়তায় গরিব দুঃখী ও অসহায়দের পাশে ছিলাম।

সংগঠনটির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, কুরআনে পাখিদের সম্মানার্থে ও তাদের উৎসাহ যোগাতে বিনাউটি ইনসানিয়াত র্স্পোটিং ক্লাবের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি ও আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।