শ্বশুর নষ্ট করল জামাইয়ের ধান, থানায় অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:২৪ পিএম

শ্বশুর নষ্ট করল জামাইয়ের ধান, থানায় অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে শ্বশুরের বিরুদ্ধে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ২ শত ৪৭ শতাংশ জমির রোপণকৃত বোরো ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে ধামইরহাট থানায় শ্বশুর মোজাফফর রহমান (৭০), তার ছেলে ইসহাক আলী (৫২) এবং নাতি সাজু আহমেদ (২৫) এর নামে থানায় অভিযোগ দায়ের করেন মেয়ে জামাই আব্দুল মজিদ (৫৫)।

জানা গেছে, উপজেলার মালাহার মৌজার জেল নং-৬৮, আরএস খতিয়ান নং-১২ দাগে ২৪৭ শতাংশ জমি ওই এলাকার মোজাফফর রহমান তার মেয়ে মুক্তা বানুর নামে ২০১১ সালে হেপা রেজিস্ট্রি দেয় যার দলিল নং-৪৮৪৬।

সেই থেকে দীর্ঘ বছর জমি মেয়ের জামাই উপজেলার গাংরা এলাকার মো. আব্দুল মজিদ (৫৫) ভোগদখল করে আসছিল।

ইতিমধ্যে বিবাদীরা চলতি ইরি মৌসুমে কিছু অংশ জোর পূর্বক দখল করে বোর ধান রোপন করেন।

পাশাপাশি অবশিষ্ট জমি তারা অৎস উদ্দেশ্য হাসিল করতে কিছুদিন আগে ক্ষতিকর কিটনাশক ছিটিয়ে রোপণকৃত ধানের চারাগুলো নষ্ট করেন।

বর্তমানে কীটনাশক স্প্রে করার কারণে ধানগুলো নষ্ট হয়ে ধানে গাছগুলো পচন ধরেছে।

তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণসহ প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করেন ভুক্তোভোগী পরিবার।

উল্লেখিত জমি সংকান্ত বিষয়ে উভয় পক্ষ থেকে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!