ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেতে শিশুর লাশ : সৎভাই আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৪১ পিএম
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টা খেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৎ ভাই লাইসকে (১৩) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ)  বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু সিয়াম পীরগন্জ উপজেলার ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিয়ামের মা সানু আক্তার জানান, দুপুরে  সিয়ামকে বাড়িতে রেখে গরুর ঘাস আনতে যাই। ফিরে এসে দেখি সিয়াম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ভুট্টা খেতে তার মরদেহ পাওয়া যায়। পরে তার সৎ ভাই লাইসকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তাকে মেরে ফেলেছি। 

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে। আটক লাইসকে জিজ্ঞাসাবাদ চলছে।