ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ভুট্টাক্ষেত থেকে নিহেতের লাশ উদ্ধার করে। সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে।
জানা যায়, এ ঘটনায় জড়িত থাকা ওই শিশুর সৎ ভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ।
সিয়ামের মা সানু আক্তার জানায়, দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যাই। ফিরে এসে দেখি সিয়াম বাড়িতে নেই । অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেত তার মরদেহ দেখতে পাই।
মা সানু আরও জানান, এ বিষয়ে সৎ ভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায় সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে সে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎ ভাইকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :