নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে শিমুল।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, মহাসড়কের মদনপুরস্থ দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামগামী লেনের দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টো পথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।
ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মতিউর জানান, তারা তিনজন মিলে মোটরসাইকেলযোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লবির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর লরি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, দুর্ঘটনার পরই গাড়িচালক পালিয়ে গেছেন। আর গাড়ি এলাকাবাসী আটকে দিয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :