শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহে মসজিদের জমিতে সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:২১ পিএম

ময়মনসিংহে মসজিদের জমিতে সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় উপজেলার ধলিকুড়ি গ্রামে জোরপূর্বক মসজিদের জমির ওপর সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি কেন্দ্রীয় জামে মসজিদটি ১৯ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। মসজিদের দক্ষিণ পাশে আছে ওজুখানা এবং পেছনের দিকে কয়েকটি পরিবারের চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা। সম্প্রতি মসজিদ কমিটির আপত্তি উপেক্ষা করে স্থানীয় ইউপি সদস্য মুনসুর আহম্মেদ জোরপূর্বক ইটের সলিং রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে মসজিদ কমিটির সেক্রেটারি ফজলুল হকের সঙ্গে কথা বলে জানান, স্থানীয় ইউপি সদস্য তার প্রভাব খাটিয়ে এলাকাকে বিভক্ত করেছেন এবং ৫০ গজ দূরে অন্য একটি মসজিদ নির্মাণ করেছেন। পাশাপাশি, পুরনো মসজিদের জমির ওপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণেরও চেষ্টা চালাচ্ছেন।

তিনি জানান, যদি এই রাস্তা নির্মিত সত্যিই হয়, তাহলে স্থান সংকুলানের কারণে মসজিদের ওজুখানা এবং ইমাম-মুয়াজ্জিনের থাকার ঘর নির্মাণ করা সম্ভব হবে না।

এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য শুধু মসজিদের জায়গার ওপর দিয়েই রাস্তা নির্মাণ করছেন না, বরং এলাকাজুড়ে ব্যাপক অনিয়মও করছেন। শুধুমাত্র কয়েকটি বাড়ির সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ থেকে ৮ লাখ টাকা বরাদ্দ নিয়ে রাস্তার কাজ শুরু করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুনসুর আহমেদ জানান, রাস্তা নির্মাণে কোনো অনিয়ম হলে তা পুনরায় সংশোধন করা হবে।

মসজিদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা মসজিদের জমি হলেও এটি আগে থেকেই চলাচলের রাস্তা ছিল, এখন সেটিকে ইট দিয়ে স্থায়ী করা হচ্ছে।’

আরবি/জেডি

Link copied!