ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

একই পরিবারে কোরআনের হাফেজ ৭৯ জন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামের শাহজাহান হাওলাদারের পরিবারে ছেলে-মেয়ে, নাতি-নাতনি, নাতজামাইসহ মোট ৭৯ জন কোরআনের হাফেজ রয়েছেন। তার পরিবার এলাকার সবার কাছে হাফেজ পরিবার নামে পরিচিত।

মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট ছেলে শাহজাহান হাওলাদার। ৩ বছর বয়সে মাকে হারান তিনি। ৭ বছর বয়সে বাবাকেও হারান। বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাস করেন তিনি। নিজের পৈতৃক সম্পত্তি ও মামাবাড়ির ৩ একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ করেছেন ১২টি মাদরাসা ও ৩টি মসজিদ। 

তার ৬ ছেলে ও ৪ মেয়ে কোরআনের হাফেজ। তাদের বংশধররা এখন হাফেজ হয়ে সংখ্যাটি বাড়িয়ে চলেছেন। দুই বছর আগে তাদের পরিবারে হাফেজ ছিলেন ৬৩ জন। আর এখন ৭৯ জন। বাড়ির ছোটরাও হাঁটছেন একই পথে।

ছেলেদের বিয়ে দেন হাফেজা পাত্রী দেখে। অপর দিকে মেয়েদেরকেও বিয়ে দেন হাফেজ পাত্র দেখে। জানা গেছে, বড় ছেলে মাওলানা হাফেজ মজিবুর রহমান সৌদি আরবের জেদ্দায় থাকেন। বাকিরা দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন। ছয় ছেলের পরিবারে ৩২ জন সন্তান ও চার মেয়ের ২৭ জন সন্তান রয়েছে। এরা সবাই হাফেজ।

কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কালাইয়া বন্দর বড় জামে মসজিদের ইমাম মাওলানা এ এস এম আব্দুল হাই বলেন, শাহজাহান হাওলাদার পরিবার এখন একটি দৃষ্টান্ত। নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও পরিবারের সকলদের পবিত্র কোরআনে হাফেজ করেছেন তিনি। এটা বিরল।

বাউফল শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনিছুর রহমান বলেন, এক পরিবারের সবাই হাফেজ। আমার কাছে মনে হচ্ছে শুধু দেশে না বিশ্বেও এটা বড় দৃষ্টান্ত। আমরা এই পরিবারের আরও সাফল্য কামনা করছি।