ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে বিএনপির উদ্যোগে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। রমজান মাস উপলক্ষে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিসকাতুল ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) বিকালে চট্টগ্রামের বাঁশখালীতে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জননেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. বাহাদুর আলম হিরণ, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. ইউনুছ, কালিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাপলা, বিএনপি নেতা মো আলী, স্বেচ্ছাসেবক দলের বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হেফাজ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জায়েদসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বিএনপির পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।