বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৯:৫১ পিএম

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার কারণে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের আব্দুল কাদের জসিমকে  সবল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।

শুক্রবার (৭ই মার্চ) জেলা বিএনপির সদস্য সচিব মো: হারুনর রশিদ আজাদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিমকে অভ্যহতির বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, তার বিরুদ্ধে প্রবাসীদের থেকে ২০হাজার টাকা করে চাঁদা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার সূত্রে এই অব্যাহতির ঘটনা ঘটে।

এছাড়াও চাঁদা না দিলে বাড়ি ঘরে হামলাসহ লুটপাটের অভিযোগ আছে এই নেতা বিরুদ্ধে।

জানাযায়, ভাইরাল হওয়া ভিডিওর কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছে জসিম আরো আগ থেকেই এমন চাঁদাবাজি, হামলা ও নির্যাতন-নিপীড়ন করে আসছে, ভয়ে কেউ মুখ খোলার সাহস পাইনা।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন মুঠোফোনে জানান, আব্দুল কাদের জসিম চাঁদাবাজি করতো এটা তিনি জানতেন না। তবে অব্যাহতির বিষয়ে অবগত আছেন।

আরবি/জেডি

Link copied!