শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৬ ভারতীয় যাত্রী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১০:০০ পিএম

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৬ ভারতীয় যাত্রী আটক

ছবি: রূপালী বাংলাদেশ

বেনাপোল আন্তর্জাতিক চেকবই ইমিগ্রেশনে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে ছয় ভারতীয় পাসপোর্টধারী। তবে পরবর্তীতে এ ধরনের অপরাধ করবেন না, এমন মুচলেকায় তাদের ছেড়ে দিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে। পরে অভিযুক্তরা শাস্তি হিসেবে দ্বিগুণ হারে ভ্রমণকর (প্রত্যেকে দুই হাজার টাকা) জরিমানা  নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তারা হলেন- কলকাতার আহম্মেদ মুসাইন, সগির হোসেন, জিন্নাত খাতুন, রেশমা খাতুন, নুদরাত আরা ও পারভিন শাহিন।

অভিযুক্তরা জানান, তারা ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করেন। বুধবার (৫ মার্চ) তারা আকাশপথে বাংলাদেশে এসেছিলেন। আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরছিলেন। ভ্রমণ করের জাল রসিদ তাদের কলকাতা থেকে একজন পাঠিয়েছেন। সীমান্ত পার হওয়ার সময় ভ্রমণকরের রশিদ পরীক্ষা করলে তারা ধরা পড়েন।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, পুলিশ চেকপোস্টে নিয়মিত টহলের সময় সন্দেহ হলে ওই পাসপোর্টধারীদের নিয়ে কাস্টমসে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা করে ভ্রমণ করের রশিদগুলো জাল বলে নিশ্চিত করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীদের নতুন করে ভ্রমনকর নিয়ে ভারতে পাঠায়।

বন্দর সূত্রে জানা গেছে, পাসপোর্টধারীদের ভ্রমণ করের রশিদ সঠিক কি না তা পরীক্ষার জন্য বেনাপোল চেকপোস্ট কাস্টমসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দিষ্ট কারও তদারকি নেই। ফলে প্রায়ই ঘটছে কর ফাঁকির ঘটনা। এ ছাড়া অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। ইতিপূর্বেও একাধিকবার কর ফাঁকির অভিযোগে ভারতীয় কয়েকজনকে আটক করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মো. সজিব নাজির বলেন, বেনাপোল চেকপোস্টে ভ্রমণ কর জালিয়াতির একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এ ধরনের একটি গোপন সংবাদ আমাদের কাছে আছে। বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি।

আরবি/জেডি

Link copied!